Dr. Neem on Daraz
Victory Day

চসিক ও দুই উপ নির্বাচনের সিদ্ধান্ত নিতে বসছে ইসি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২০, ০১:৩১ পিএম
চসিক ও দুই উপ নির্বাচনের সিদ্ধান্ত নিতে বসছে ইসি

ঢাকা : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন ও শূন্য ঘোষিত বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ নির্বাচনের তারিখ নির্ধারণ করতে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নির্বাচন ভবনে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে চার কমিশনার ও ইসি সচিব অংশ নেবেন। এই বৈঠকেই চসিক ও দুই শূন্য আসনের উপ নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে। সভা শেষে বিকালেই এই তিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

ইসি সূত্রে জানা যায়, মার্চ মাসের শেষ সপ্তাহে এই ভোট হতে পারে। তবে ক্ষেত্রে রমজান মাস, এইচএসসি পরীক্ষা ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন মাথায় রেখে ভোটের তারিখ ঘোষণা করতে চায় কমিশন।

উল্লেখ্য, ১৮ জানুয়ারি বগুড়া-১ আসনের সরকারদলীয় সদস্য আব্দুল মান্নান এবং ২১ জানুয়ারি যশোর-৬ আসনের এমপি সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মারা গেলে আসন দুটি শূন্য ঘোষণা করা হয়। অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও কাউন্সিলররা ২০১৫ সালের ৭ মে দায়িত্ব গ্রহণ করেন। আর কিছু দিন পরেই তাদের মেয়াদ শেষ হবে। নির্বাচন বিধির বাধ্যবাধকতা অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে ভোট করতে হবে।

আগামীনিউজ/মিঠু/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে