Dr. Neem on Daraz
Victory Day

করোনা ভাইরাস মোকাবিলায় চীনের পাশে বাংলাদেশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২০, ০২:৫৪ এএম
করোনা ভাইরাস মোকাবিলায় চীনের পাশে বাংলাদেশ

প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় চীনের পাশে আছে বাংলাদেশ। সংকট মোকাবিলায়  চীনের  প্রকৃত বন্ধুরাষ্ট্র হিসেবে সমস্যার সমাধানে দেশটির যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সহায়তার হাত বাড়াতে সব সময় প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) করোনা ভাইরাস মোকাবিলায় চীনের নেওয়া পদক্ষেপগুলো ও সাহসের প্রশংসা করে দেশটির  পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে পাঠানো এক চিঠিতে  পররাষ্ট্রমন্ত্রী মোমেন এ কথা বলেন।

ওই চিঠিতে আন্তরিক বিশ্বাস নিয়ে মোমেন লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে আশা করি চীন এই সমস্যা কাটিয়ে উঠবে।’

চিঠিতে চীনে অবস্থিত বাংলাদেশিদের যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘উহান থেকে ৩১২ জন বাংলাদেশি ছাত্রকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতার জন্য চীনের উদ্যোগ বাংলাদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।’

চীনে করোনা ভাইরাসের কারণে নিহতদের জন্য শোকও প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

আগামীনিউজ/ইমরান/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে