Dr. Neem on Daraz
Victory Day

বায়ুদূষণ রোধে ভাটার সংখ্যা হ্রাসসহ ২০ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২০, ০৭:২৫ পিএম
বায়ুদূষণ রোধে ভাটার সংখ্যা হ্রাসসহ ২০ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ

বায়ুদূষণ রোধে ভাটার সংখ্যা হ্রাসসহ ২০টি সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা ও এর চারপাশের বায়ুদূষণ রোধ ও হ্রাস করার লক্ষ্যে নীতিমালা প্রণয়নের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব জিয়াউল হাসান এনডিসি’র সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা ঢাকা শহরের চারপাশের বায়ুদূষণ হ্রাসে করণীয় সংক্রান্ত খসড়া নীতিমালা অন্তর্ভুক্ত করা হবে।

সভায় পরিবেশ দূষণের জন্য অন্যতম দায়ী ইটভাটার সংখ্যা হ্রাসের লক্ষ্যে ইটের পরিবর্তে ব্লকের ব্যবহার, রাস্তা, বিভিন্ন ইউটিলিটি সার্ভিস ও ভবন নির্মাণ, পুনঃনির্মাণ ও মেরামত কার্যক্রম চলাকালে অস্থায়ী বেষ্টনী দিয়ে নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা, ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত এবং নির্মাণ চলাকালে পর্যাপ্ত পানি ছিটানো, ট্রাক বা লরিতে উন্মুক্ত অবস্থায় বালু, মাটি, সিমেন্টসহ পরিবহন না করা, রাস্তার পাশে পৌরবর্জ্য সংরক্ষণ ও পোড়ানো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, ধুয়া নিঃসরণকারী যানবাহনসমূহ বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা, পুরাতন গাড়ি নিষিদ্ধ করা, নকশা অনুমোদনের সময় বায়ুদূষণ রোধে শর্তারোপ, ঝাড়ুর পরিবর্তে ভ্যাকুয়াম সুইপিং ট্রাকের মাধ্যমে রাস্তা পরিস্কার করা, শিক্ষা প্রতিষ্ঠান ও কলোনির ময়লা ও বর্জ্য রাস্তায় ফেলানো ও পোড়ানো বন্ধ করার বিষয়গুলো নীতিমালায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ কঠোরভাবে প্রয়োগ করার বিষয়টি নীতিমালায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মিজানুল হক চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ. কে. এম. রফিক আহাম্মদসহ উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সদস্য হিসেবে বিভিন্ন দপ্তর-সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা শহরের চারপাশের বায়ু দূষণ হ্রাস করার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবকে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার জন্য মহামান্য হাইকোর্ট গত ছাব্বিশ নভেম্বর নির্দেশনা প্রদান করেন।

আগামীনিউজ/টিআইএস/এএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে