আন্দিজ পর্বতমালার মাউন্ট অ্যাকনকাগুয়া জয় করা দ্বিতীয় বাংলাদেশি পর্বতারোহী কাজী শাহরিয়ার রহমান সুজনকে সম্মাননা দিয়েছে আর্জেন্টিনার বাংলাদেশ কমিউনিটির সংগঠন আর্জন্টিনা বাংলাদেশ চেম্বার (এবিসি)।
রবিবার (২ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার বাংলাদেশ কমিউনিটি থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।
ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের (ডব্লিউবিও) ল্যাটিন আমেরিকা কো-অর্ডিনেটর এবং আর্জন্টিনা বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট আলীম আল রাজীর নেতৃত্বে চেম্বারের পক্ষ থেকে দুঃসাহসী পর্বতারোহীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আলীম আল রাজী বলেন, আপনার এ ভ্রমণ কাহিনী আমাদের সত্যিকারের উৎসাহ দিবে, অনন্দ দেবে, অনুপ্রেরণা দেবে। আমরা অনেক খুশি আপনাকে পেয়ে। আগামীতে আমাদের পরবতী প্রজন্ম অনুপ্রাণিত হয়ে আরো কাজ করবে।
কাজী শাহরিয়ার রহমান সুজন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা এবং বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বুকে নিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ ৬৯৬২ মিটার (২২৮৪১ ফুট) উচ্চতায় অ্যাকনকাগুয়া চূড়ায় পৌঁছান। গত ২৭ জানুয়ারি তিনি আহরণ করেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রবাসী সুজন গেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই প্রবাসী আমেরিকান-বাংলাদেশি সিলিকন ভ্যালির সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
এর আগে, ১ ফেব্রুয়ারি শনিবার বুয়েনস আয়ার্স আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে আর্জেন্টিনার বাংলাদেশ কমিউনিটি। এসময় সংগঠনটির অন্যতম উদ্যোক্তা হাসান ইমাম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আগামীনিউজ/শাই/এনএ