Dr. Neem on Daraz
Victory Day

ডিসির নির্দেশে ডেমরায় ১০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৪:৫৭ পিএম
ডিসির নির্দেশে ডেমরায় ১০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার

ঢাকাঃ ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমানের নির্দেশে ডেমরায় ১০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করেছে ডেমরা রাজস্ব সার্কেল। অবৈধ দখলদারদের কাছ থেকে এসব খাস জমি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া খাস জমির পরিমাণ ৮২.৯২ শতক।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ডেমরা রাজস্ব সার্কেলের বালুধিৎপুর মৌজার সিটি ১৯৫১ নং দাগের ৮২.৯২ শতক জমি উদ্ধার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলি সাদিকের সার্বিক দিক নির্দেশনায় ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী অভিযান চালিয়ে এ খাসজমি উদ্ধার করেন।

একইসঙ্গে সাইনবোর্ড টানিয়ে ওই জমিগুলো জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেয় ডেমরা রাজস্ব সার্কেল। এই অভিযান পরিচালনার সময় ডেমরা রাজস্ব সার্কেলের দুজন সার্ভেয়ার, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

ঢাকা জেলার জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঢাকা জেলার সব খাস জমি উদ্ধার করা হবে বলেও জানান তিনি।


এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে