Dr. Neem on Daraz
Victory Day

প্রাণহানির শঙ্কায় মিয়ানমার সীমান্ত বাহিনীর ৫৮ সদস্য বিজিবি ক্যাম্পে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৯:০৪ পিএম
প্রাণহানির শঙ্কায় মিয়ানমার সীমান্ত বাহিনীর ৫৮ সদস্য বিজিবি ক্যাম্পে

ঢাকাঃ মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৫৮ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। দেশটিতে গোলাগুলি ও সংঘর্ষে প্রাণহানির শঙ্কায় তারা তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে এসে বাংলাদেশ সীমান্তের বিজিবি ক্যাম্পে আশ্রয় নিচ্ছেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার ভোর থেকে তারা বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসে। নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। তবে এখনও তারা নিজ দেশে ফেরত যাননি। প্রথম ধাপে ১৪ জন, পরে গুলিবিদ্ধ দুইজনসহ আরও ৫ সদস্য তুমব্রু বিজিবি ক্যাম্পে আশ্রয় নেয়। এরপর এই সংখ্যা বাড়তে থাকে। আরও বিজিপি সদস্য বাংলাদেশের প্রবেশের অপেক্ষা রয়েছে।

আরও জানা গেছে, দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সাথে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। সেই দেশ থেকে ছোড়া মর্টার সেল ও গুলি বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতে পড়ছে। এখন পর্যন্ত বাংলাদেশের তিনজন আহত হয়েছেন। অনেকে ঘরবাড়ী ছেড়ে পালাচ্ছেন।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, মিয়ানমারে অভ্যন্তরীণ কোন্দলের কারণে মিয়ানমারের ১৪ সেনাসদস্য বাংলাদেশ সীমান্তের বান্দরবানের তুমব্রু বিজিবি ক্যাম্পে চলে আসে। পরে তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে ফেলে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এবিষয়ে আন্তর্জাতিক আইনে প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, সকালে সচিবালয়ে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের সীমান্ত ক্রস করে কাউকে আসতে দেব না। আমাদের বিজিবিকে আমরা সেই নির্দেশনা দিয়েছি।

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে