Dr. Neem on Daraz
Victory Day

ডিজিটাল বাংলাদেশে ডাক বিভাগের সেবার নমুনা!


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ০৫:৪০ পিএম
ডিজিটাল বাংলাদেশে ডাক বিভাগের সেবার নমুনা!

ঢাকাঃ চিঠি আদান-প্রদানের ক্ষেত্রে একসময় তুমুল জনপ্রিয় এই ডাক বিভাগে লেগেছে আধুনিকতার ছোঁয়া। তবে ডাক বিভাগে দিন দিন কমছে চিঠি আদান-প্রদান। কারণ চিঠি পৌঁছাতে দীর্ঘ সময়ের ফলে ডাক সেবার প্রতি  দিনদিন আস্থা হারিয়ে ফেলছে সাধারণ মানুষ।

নীম অর্গানিক লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক ড. মোঃ আব্দুল হাকিম বরাবর রেজিস্ট্রিকৃত চিঠি চট্টগ্রাম থেকে ডাক বিভাগের মাধ্যমে (১৩-১২-২৩) প্রেরণ করলে ঢাকার মহাখালীতে পৌঁছায় (২৪-১২-২৩) সময় লেগেছে ১১ দিন। 

অন্য একটি রেজিস্ট্রিকৃত চিটি পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (মতিঝিল) থেকে  (০৬-১২-২৩) প্রেরণ করলে ঢাকার মহাখালীর নিউ ডিওএইসএস -এ পৌঁছায় (২৪-১২-২৩) আসতে সময় লেগেছে ১৮ দিন। দীর্ঘসময়ের কারণে ডাক বিভাগের মাধ্যমে চিঠির আদান-প্রদান যাচ্ছে কমে।

 

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে