Dr. Neem on Daraz
Victory Day

জাপানকে উড়িয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়


আগামী নিউজ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ০৫:২৪ পিএম
জাপানকে উড়িয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

ঢাকাঃ যুবাদের এশিয়া কাপে নিজেদের আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর আজ জাপানের মুখোমুখি হয় টাইগাররা। দুবাইয়ে জাপান যুবাদের দাঁড়াতেই দেয় নি বাংলাদেশ। জাপানের দেওয়া ১০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১.২ ওভারেই ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় মাহফুজুর রহমান রাব্বির দল।

বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে প্রথমেই টস ভাগ্য টাইগারদের পক্ষে যায়। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন রাব্বি। অধিনায়কের সিদ্ধান্ত শুরুতেই সঠিক প্রমাণ করেন বোলাররা। 

টাইগার বোলারদের দাপটে দাঁড়াতেই পারেনি জাপানের ব্যাটাররা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরা দলটি পুরো ৫০ ওভার ব্যাটিং করার লক্ষ্যে ইনিংস এগিয়ে নিয়েছে। জাপানের রানের চাকা ধরে রাখতে পারলেও দ্রুত উইকেট তুলে নিতে পারেনি টাইগার বোলাররা। 

দলীয় ১৭ রানে জাপানের প্রথম উইকেটের পতন ঘটে দশম ওভারে। সেখান থেকে জাপানের যুবারা ধৈর্য্যের পরিচয় দিয়ে ৪৮ তম ওভার পর্যন্ত ব্যাটিং করেছে। গুটিয়ে যাওয়ার আগে তাদের সংগ্রহ মাত্র ৯৯ রান। টাইগারদের হয়ে সর্বোচ্চ দুইটি করে উইকেট নেন আরিফুল ইসলাম ও মাহফুজুর রাব্বি। 

১০০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আশিকুর রহমান শিবলি ও জিশান আলমের ওপেনিং জুটিতে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১২তম ওভারে হাতে ৯ উইকেট রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এই জয়ে টানা দুই ম্যাচ জিতে বি গ্রুপে সবার শীর্ষে বাংলাদেশ।  

 

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে