Dr. Neem on Daraz
Victory Day

পররাষ্ট্রস‌চি‌বের সঙ্গে পিটার হা‌সের বৈঠক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩, ০৩:০৮ পিএম
পররাষ্ট্রস‌চি‌বের সঙ্গে পিটার হা‌সের বৈঠক

সংগৃহীত ছবি

ঢাকাঃ পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকালে ঘণ্টাব্যাপী বৈঠক ক‌রেন মো‌মেন-‌পিটার।

পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কো‌নো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, শ্রমনী‌তি, অর্থনী‌তিসহ দুই দেশের দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাক‌তে পা‌রে।

বৈঠকে ঢাকায় অবস্থানরত ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদ উল আলম উপস্থিত ছিলেন। 

পররাষ্ট্রস‌চিবের সঙ্গে পিটা‌র হাসের বৈঠক নিয়ে ঢাকার মা‌র্কিন দূতাবাসের ফেসবুকে এক পোস্টে জানানো হয়, রাষ্ট্রদূত হাস এবং পররাষ্ট্রস‌চিব আজ রু‌টিন বৈঠক করে দুই দে‌শের চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগ‌তি নিয়ে আলোচনা করেছেন।

 

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে