Dr. Neem on Daraz
Victory Day

এমপিওভুক্ত হলো ৮ হাজার ৮০৭ শিক্ষক-কর্মচারী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩, ০১:৫৪ পিএম
এমপিওভুক্ত হলো ৮ হাজার ৮০৭ শিক্ষক-কর্মচারী

ঢাকাঃ দেশের বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের ৮ হাজার ৮০৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে স্কুলের ৭ হাজার ৭১৪ জন ও কলেজের এক হাজার ৯৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। এমপিওভুক্ত বেশিরভাগ গত বছর নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী।

প্রতি দুই মাস পর পর মাউশিতে এ সভা অনুষ্ঠিত হয়।‌ সভা সূত্রে জানা গেছে, স্কুলের ৭ হাজার ৭১৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকার ৭২৭, বরিশালের ৫৭৫, ময়মনসিংহের ১৩০৪, খুলনার ১৪৪৫, চট্টগ্রামের ৭২৯ জন, কুমিল্লার ৬৬২,  রাজশাহীর ৭০২, রংপুরের এক হাজার ১২৭ জন এবং সিলেটের ৪৪৩ জন রয়েছেন।

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে