Dr. Neem on Daraz
Victory Day

ডিপিডিসির সহায়তায় স্থাপন হচ্ছে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৫:০১ পিএম
ডিপিডিসির সহায়তায় স্থাপন হচ্ছে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন

ঢাকাঃ বৈদ্যুতিক গাড়ি চার্জিং স্টেশন স্থাপন করার জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও মেসার্স এস.আর. এন্টারপ্রাইজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিদ্যুৎ ভবনে ডিপিডিসির কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ডিপিডিসির পক্ষে কোম্পানি সচিব (উপসচিব) মো. আসাদুজ্জামান ও মেসার্স এস.আর. এন্টারপ্রাইজের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আশিকুজ্জামান স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে চার্জিং স্টেশন স্থাপনে ডিপিডসির সহায়তা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপলস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মশিউজ্জামান রোমেল। তিনি নবায়নযোগ্য জ্বালানি খাতে পারস্পরিক অংশীদারিত্ব এবং এ খাত সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সহযোগিতার উপর জোর দেন।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে