Dr. Neem on Daraz
Victory Day

যুক্তরাষ্ট্রের দুই সংস্থার সঙ্গে বৈঠক করতে যাচ্ছে ইসি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ১২:৪৩ পিএম
যুক্তরাষ্ট্রের দুই সংস্থার সঙ্গে বৈঠক করতে যাচ্ছে ইসি

ফাইল ছবি

ঢাকাঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যুক্তরাষ্ট্রের দুই সংস্থার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আগামীকাল (রোববার) এ বৈঠকে বসবে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এদিন বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইসি কর্মকর্তারা জানান, সংস্থাটি দুটি হচ্ছে আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) ও এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট)। এই দুটি সংস্থা ইসির সাথে বৈঠক করবে। সংস্থা দু’টি বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণসহ গণতান্ত্রিত চর্চার উন্নয়ন নিয়ে কাজ করে।


কর্মকর্তারা বলছেন, তাদের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক টিম আসবে। এতে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে বিভিন্ন আইন-কানুন ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরের প্রথমার্ধে হতে পারে। আর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের তাদের কারো কারো জন্য প্রাক পর্যবেক্ষণ টিমও পাঠানোর কথা রয়েছে।

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে