Dr. Neem on Daraz
Victory Day
ঢাকা-১৭ উপনির্বাচন

আরাফাত ২৫০৬৬, হিরো আলম ৩৯৪৪ ভোট


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ০৮:০৯ পিএম
আরাফাত ২৫০৬৬, হিরো আলম ৩৯৪৪ ভোট

ঢাকাঃ ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এরই মধ্যে ১০৮টি কেন্দ্রের ভোটের প্রাপ্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বিকেলে ১০৮ কেন্দ্রের এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। ভোটার শতকরা হার ১০ দশমিক ৭৮ শতাংশ।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে ২৫ হাজার ৬৬ ভোট পেয়ে সবার উপরে আছেন। একতারা প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ৩ হাজার ৯৪৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আর লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান এক হাজার ২২৯ ভোট পেয়ে আছেন তৃতীয় অবস্থানে।

এছাড়া গোলাপ ফুল প্রতীকের প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান পেয়েছেন ৭৮৯ ভোট। ঘড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন পেয়েছেন ৫৬ ভোট। ট্রাক প্রতীকের প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞাঁ পেয়েছেন ৪৪ ভোট। ডাব প্রতীকের প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন পেয়েছেন ৩৮ ভোট।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সব কেন্দ্রে ভোট হয় ব্যালট পেপারে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। এছাড়া স্থানীয় সরকারের বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। 

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে