ঢাকাঃ পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন কর্মকর্তাসহ বাংলাদেশ পুলিশের ২৪ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এরমধ্যে তিনজন উপপুলিশ কমিশনার ছাড়াও পুলিশ অধিদপ্তরের একজন এআইজি রয়েছেন।
সোমবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।
রাষ্ট্রপতির আদেশে ওই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি/পদায়ন করা ২৪ জন কর্মকর্তার তালিকা দেখতে ক্লিক করুন।
বুইউ