Dr. Neem on Daraz
Victory Day

ভোটার উপস্থিতি কম, কোনো ঝামেলা হয়নি: ডিএমপি কমিশনার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ০৩:৩৬ পিএম
ভোটার উপস্থিতি কম, কোনো ঝামেলা হয়নি: ডিএমপি কমিশনার

ঢাকাঃ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, ভোটার উপস্থিতি কম, কোথাও কোনো ঝামেলা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে দেওয়া শেষে ডিএমপি কমিশনার এ কথা বলেন। এ সময় তার স্ত্রী সঙ্গে ছিলেন।

দুপুর ২টা ২০ মিনিটে ভোট দিতে স্ত্রীসহ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন ডিএমপি কমিশনার। ৫ মিনিটে ভোট দেওয়া শেষ করেন তারা।

পরে সাংবাদিকদের কমিশনার বলেন, আমার স্ত্রী ও আমি, আমরা দুজন এই কেন্দ্রের ভোটার। ভোট দেওয়াকে পবিত্র দায়িত্ব মনে করে আমরা ভোট দিতে এসেছি। আমরা ভোট দিয়েছি।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনে ভোটের পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটের পরিবেশ সুষ্ঠু আছে। যদিও ভোটার উপস্থিতি কম। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেখার দায়িত্ব, এ ব্যাপারে আমরা খেয়াল রাখছি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।

এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন এক প্রার্থী, এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার কথা আমাদের কানে আসেনি। আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেখানে দেখেছি ৬-৭ জন প্রার্থীর মধ্যে মাত্র দুইজনের এজেন্ট আছে। অনেকে এজেন্ট দিতে পারেননি বা দেননি, এটা আলাদা কথা। তবে আমাদের কানে এমন কোনো কথা আসেনি যে এজেন্টদেরকে বের করে দেওয়া। তবে এ বিষয়ে সংশ্লিষ্টরাসহ যদি প্রিজাইডিং অফিসাররা আমাদের জানায় তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে