Dr. Neem on Daraz
Victory Day

৪ দফা দাবিতে ডিপ্লোমাদের দুই মাসব্যাপী আন্দোলন ঘোষণা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩, ০১:০৩ পিএম
৪ দফা দাবিতে ডিপ্লোমাদের দুই মাসব্যাপী আন্দোলন ঘোষণা

ঢাকাঃ চার দফা দাবিতে প্রায় দুই মাসব্যাপী আন্দোলন কর্মসূচীর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক এটিএম গোলাম মির্জা মোস্তফা ও উপদেষ্টা একেএম আব্দুল মোতালেব এবং সংগঠনের নেতারা।

সিরাজুল ইসলাম জানান, ২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী বিতর্কিত ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ ও বিএনবিসি ২০২০ সংশোধন করে গেজেট প্রকাশ করার ঘোষণা দিয়েছেন। প্রাথমিক নিযুক্তিকালে অন্যান্য পেশাজীবীদের মতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি বিশেষ ইনক্রিমেন্ট, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ও সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোতে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির কোটা ৫০ শতাংশ করাসহ সর্বোচ্চ পদ পর্যন্ত পদোন্নতি অবারিত করার ঘোষণা দিয়েছেন। 

গত বছরের ১ সেপ্টেম্বর আইডিইবির জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তার নির্দেশনা বাস্তবায়নের জন্য মুখ্যসচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে দায়িত্ব দেন। কিন্তু দীর্ঘ ১০ মাস অতিবাহিত হলেও দাবিগুলো বাস্তবায়নে কার্যত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। বরং, সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা অপশক্তির কারসাজিতে সমস্যা সমাধানে কালক্ষেপণ করা হচ্ছে। বিক্ষুদ্ধ করে তোলা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষকদের।

নিজেদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ পলিটেকনিক, টিএসসি, এসএসসি (ভোক) এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন টিটিসির শিক্ষক-কর্মচারীর শূন্য পদ পূরণসহ শিক্ষক সংকট নিরসন, স্থায়ীকরণ, পদোন্নতি, কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল টেনিং ভাতা ও বৃত্তির টাকা আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের পুরোপুরি বাস্তবায়ন, পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাসরুম, ল্যাব বা ওয়ার্কসপ, কাঁচামাল সংকট নিরসন, মেরিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সিডিসি প্রদান, বেসরকারি সংস্থার কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ ও সম্মানজনক পদবী প্রদানের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার প্রধান ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের বার বার আশ্বাস শর্তে এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। বরং নানা অপকৌশলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অপদস্ত করা হচ্ছে।

সার্বিক পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পেশাগত সমস্যা সমাধানে আগামী ১৭ জুলাই থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। 

এ সব কর্মসূচির মধ্যে রয়েছে, প্রতি রোব ও বৃহস্পতিবার বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের নেতৃত্বে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিল, জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং সর্বশেষ আগামী ১১ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল।

কোথায় কবে আন্দোলন

১৭ জুলাই সকাল ১১ টায় রাজধানী ঢাকাসহ ঢাকা অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল। 

১৮ জুলাই দুপুর ১২টায় ফরিদপুর অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল।

১৯ জুলাই দুপুর ১২টায় ময়মনসিংহ অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল।

২০ জুলাই সকাল ১১টায় খুলনা অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল। 

২৩ জুলাই দুপুর ১২টায় রাজশাহী ও কুমিল্লা অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল।

২৪ জুলাই দুপুর ১২টায় রংপুর ও সিলেট অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল। 

২৬ জুলাই দুপুর ১২টায় বরিশাল অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল।

৩০ জুলাই দুপুর ১২টায় চট্টগ্রাম অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল।

১ থেকে ১৫ আগস্ট ২৩ সার্ভিস এসোসিয়েশনসমূহের সঙ্গে সংগ্রাম পরিষদের মতবিনিময় ও জাতীয় শোক দিবসের আলোচনা। এরপর ১৯ আগস্ট পলিটেকনিক শিক্ষক সমিতি, টিএসসি শিক্ষক সমিতি, টিটিসির শিক্ষক নেতৃবৃন্দ ও ভোকেশনাল শিক্ষক সমিতির নেতৃবৃন্দ কেন্দ্রীয় ও শাখা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

সেপ্টেম্বরে ঢাকার কাকরাইলস্থ আইডিইবি ভবনে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলন। ১১ সেপ্টেম্বর সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহাসমাবেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল এবং প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে