Dr. Neem on Daraz
Victory Day

বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা চায় চসিক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩, ২০২৩, ০৪:৪৩ পিএম
বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা চায় চসিক

ফাইল ছবি

চট্টগ্রামঃ বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দক্ষিণ কোরিয়ার একটি যৌথ পরামর্শক দলের সঙ্গে সভা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

সোমবার (৩ জুলাই) টাইগারপাস কার্যালয়ে আয়োজিত সভায় চসিকের বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং তা কাটিয়ে উঠতে কোরিয়ার অভিজ্ঞতাকে কীভাবে কাজে লাগানো যায় তা ওঠে আসে।

 

সভায় চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের দ্রুত বর্ধমান জনসংখ্যার ফলে বর্জ্য ব্যবস্থাপনা ক্রমশ কঠিন হয়ে উঠছে। বর্জ্য ব্যবস্থাপনাকে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে ঢেলে সাজানো এখন সময়ের দাবি। তবে, বর্জ্য কেবল অপসারণ করলেই হবে না, এ বর্জ্য থেকে কীভাবে জ্বালানি উৎপাদন করা যায় এবং দূষকের নিঃসরণ কমানো যায়- তা নিয়েও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই আমি।

কোরিয়ার প্রতিনিধি দলটি জানায়, বর্তমানে চসিক সব ধরনের বর্জ্য একসঙ্গে সংগ্রহ করায় পুনব্যবহারের হার মাত্র ৮ থেকে ১০ শতাংশ। এই বর্জ্য ব্যবস্থাপনা করাও অনেক জটিল ও পরিবেশবান্ধব নয়। বর্জ্যকে শহর থেকে সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে এনে রাখলেও তা থেকে বিভিন্ন ক্ষতিকর গ্যাস ও জলীয় পদার্থ নিঃসরিত হয়ে পরিবেশের ক্ষতি সাধন করে। এক্ষেত্রে কোরিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগালে চসিক বর্জ্যকে পরিবেশবান্ধব উপায়ে ব্যবস্থাপনা করতে পারে।

সভায় চসিকের পক্ষে উপস্থিত ছিলেন- চসিক সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, সহকারী প্রকৌশলী রিফাতুল করিম। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন- কিয়ুঙয়োন ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট হিয়ুঙ হি ইয়ুন, দি হ্যাম সোলজের প্রধান নির্বাহী কর্মকর্তা শিনহিয়ুন ক্যাং ও কোরিয়া ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টসের ম্যানেজার জিওংওয়াং হোং।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে