Dr. Neem on Daraz
Victory Day

ঈদে সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২২, ২০২৩, ১১:১২ পিএম
ঈদে সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

ফাইল ছবি

ঢাকাঃ ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিনসহ আগের ৫ দিন এবং পরের ৭ দিন সিএনজি ও ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বৃহস্পতিবার (২২ জুন) মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য গ্যাস ও জ্বালানি সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ আগের ৫ দিন এবং পরের ৭ দিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে।

গত সোমবার (১৯ জুন) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। সেই অনুযায়ী, আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
 
এর আগে, ঈদুল ফিতরেও সড়কপথে যাতায়াত নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ঈদের আগের পাঁচ দিন ও পরের সাতদিনসহ মোট ১২ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছিল।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে