Dr. Neem on Daraz
Victory Day

অবৈধ মজুতের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০৩:০৯ পিএম
অবৈধ মজুতের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন

ঢাকাঃ সরকার নির্ধারিত পরিমাণের বাইরে খাদ্যদ্রব্য মজুত করলে যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভায় খাদ্য আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, মন্ত্রিসভায় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনের খসড়ায় বলা হয়েছে, কোনো ব্যক্তি সরকার নির্ধারিত পরিমাণের বেশি খাদ্যদ্রব্য মজুত করলে বা মজুত সংক্রান্ত সরকারের কোনো নির্দেশনা অমান্য করলে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

তিনি জানান, আর্থিক লাভের জন্য কেউ খাদ্যদ্রব্য মজুত করেছেন বলে প্রমাণিত হলে তিন মাস কারাদণ্ডে দণ্ডিত হবেন।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে