Dr. Neem on Daraz
Victory Day

ঢাকায় আসছেন দ. কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০১:১৬ পিএম
ঢাকায় আসছেন দ. কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত

ঢাকাঃ তিন দিনের সফরে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ভবিষ্যৎ কৌশল বিষয়ক বিশেষ দূত জ্যাং সুং মিন। তার সফরে দু’দেশের সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনার ইঙ্গিত রয়েছে।

ঢাকা ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বিশেষ দূত। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন মিনকে স্বাগত জানাবেন।

জানা গেছে, তিন দিনের সফরে বিশেষ দূত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মিন।

কোরিয়ার একটি কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ দূতের এ সফর। তার সফরে ৫০ বছরের সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনে দু’দেশের সম্পর্ক আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় তা আলোচনায় থাকবে। আলোচনা হবে ইন্দো-প্যাসিফিক কৌশল এবং ওয়ার্ল্ড এক্সপো নিয়ে।  

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে