Dr. Neem on Daraz
Victory Day

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলো বাংলাদেশ পুলিশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ০৩:০০ পিএম
কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলো বাংলাদেশ পুলিশ

ঢাকাঃ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অবদান রাখায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) শান্তিরক্ষা পদক পেয়েছে বাংলাদেশ পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দেশটির রাজধানী কিনশাসার ইনকালে বিএএনএফপিইউ-১ ক্যাম্পে বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্ট বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ (বিএএনএফপিইউ-১) রোটেশন-১৫ এর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা পদক দেওয়া হয়। অনুষ্ঠানে শান্তিরক্ষা দলের সবাইকে পদক পরিয়ে দেন কঙ্গোয় নিয়োজিত মনুস্কোর পুলিশ কমিশনার মোডি।

মনুস্কোর পুলিশ কমিশনার বলেন, বিশ্বের যেখানেই শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হয়েছে, সেখানেই জাতিসংঘ তার সাহায্য নিয়ে এগিয়ে এসেছে। আর এই দীর্ঘ পথ চলায় বাংলাদেশ পুলিশ শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নে একটি আদর্শ সূচক হলো শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বিএএনএফপিইউ-১, রোটেশন-১৫-এর এই নারী কন্টিনজেন্ট।

তিনি তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার প্রশংসা করেন। সবশেষ যারা শান্তিরক্ষা কার্যক্রমে তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মার শান্তি কামনা করেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের ৩ জানুয়ারি থেকে এই কন্টিনজেন্ট ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর রাজধানী কিনশাসায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছে। ১৮০ জনের রোটেশনটি ১৫তম কন্টিনজেন্ট ও এটিই বাংলাদেশের একমাত্র শান্তিরক্ষা নারী কন্টিনজেন্ট।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে