Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশকে জ্বালানি সহায়তার আশ্বাস ব্রুনাই সুলতানের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ০৯:৩৬ পিএম
বাংলাদেশকে জ্বালানি সহায়তার আশ্বাস ব্রুনাই সুলতানের

ঢাকাঃ জ্বালানি সংকটে থাকা বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকায় সফররত ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জুদ্দিন ওয়াদ্দৌলাহ। এছাড়া বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ব্যাপারেও তিনি আগ্রহের কথা জানিয়েছেন।

রোববার (১৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়া মুইজ্জুদ্দিন ওয়াদ্দৌলাহর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এই কথা বলেন। ব্রিফিংয়ে সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুলতানের এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে উল্লেখ করেন। বাংলাদেশ ও ব্রুনাই দারুস সালামের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন শেখ হাসিনা।

ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে প্রধানমন্ত্রীর বিস্তৃত আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে ব্রুনাইয়ের ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব করেন। এ লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় একসঙ্গে কাজ করবেন বলে জানান তিনি।

এছাড়া একটি যৌথ পরামর্শ কমিশন গঠন করে সমস্যা থাকলে তা সমাধানের ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বাংলাদেশ ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে উল্লেখ করে ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে আসার আমন্ত্রণ জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রুনাইয়ের সুলতান বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তি, কৃষি ও মৎস্য ও হালাল মাংস বিষয়ে বিশেষজ্ঞ পেতে আগ্রহ প্রকাশ করেছেন।

জ্বালানি বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে হাজী হাসানাল বলকিয়া বলেন, তারা বাংলাদেশকে তাদের চাহিদা অনুযায়ী এ ক্ষেত্রে সহায়তা করবেন।

এর আগে দুই সরকারপ্রধানের বৈঠক শেষে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে একটি চুক্তি এবং তিনটি সমঝোতা স্মারক সই হয়। দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তিটি হলো বিমানসেবা সংক্রান্ত। আর সমঝোতা স্মারক তিনটি হলো- জনশক্তি রফতানি ও কর্মসংস্থানবিষয়ক, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহে সহযোগিতা; নাবিকদের প্রশিক্ষণ, সনদ এবং ওয়াচ কিপিংর স্ট্যান্ডার্ডস সংক্রান্ত ১৯৭৮ সালের আন্তর্জাতিক কনভেনশনের অধীনে ইস্যুকৃত সনদের স্বীকৃতিবিষয়ক দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক।

বিকেল সাড়ে তিনটার দিকে ব্রুনাই সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে তাঁর কার্যালয়ে আসেন। প্রধানমন্ত্রী টাইগার গেটে রাষ্ট্রীয় অতিথিকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

বিকেলে সুলতান ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সুলতান জাদুঘরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা তাকে সেখানে স্বাগত জানান।

শনিবার (১৫ অক্টোবর) দুই দিনের সফরে ঢাকায় আসেন ব্রুনাই সুলতান। ওই দিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করেন তিনি।

সুলতান সোমবার (১৭ অক্টোবর) ঢাকা ত্যাগ করবেন। এর আগে বিমানবন্দরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানের পর পররাষ্ট্রমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান ও তার সফরসঙ্গীদের বিদায় জানাবেন।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে