Dr. Neem on Daraz
Victory Day

আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস আজ


আগামী নিউজ | আগামী ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ১১:৫৭ এএম
আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস আজ

ফাইল ছবি

ঢাকাঃ আন্তর্জাতিক ইশারা ভাষা বা সংকেত ভাষা দিবস আজ (২৩ সেপ্টেম্বর)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

প্রতিবছর ২৩ সেপ্টেম্বর এই দিবস পালিত হয়। সেই সঙ্গে ইশারা সপ্তাহ উদযাপনেরও সূচনা করা হয়। ২০১৮ সালে থেকে দিনটির প্রথম উদযাপন শুরু হয়।

পৃথিবীতে প্রায় সাত কোটির বেশি বধির মানুষ রয়েছে, যার মধ্যে ৮০ শতাংশেরও বেশি উন্নয়নশীল দেশগুলোতে বাস করেন। তাই এক্ষেত্রে সাংকেতিক ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ৮০ শতাংশের মানুষের মধ্যে মাত্র ২ শতাংশ সাংকেতিক ভাষা ব্যবহার করতে পারেন, যা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়।

২০১৭ সালের ডিসেম্বর মাসে বধির মানুষদের অধিকার আরও দৃঢ় করতে জাতিসংঘ সাধারণ পরিষদ আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস বা সাংকেতিক ভাষা দিবসের ওপর গুরুত্বারোপ করে। ২০১৮ সাল থেকে ২৩ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালন করা হয় এই বিশেষ দিবস।

যদিও ইশারা এমন একটি ভাষা যা কথ্যভাষার অনেক আগে থেকেই অর্থাৎ সেই আদিম যুগ থেকে মানুষ ব্যবহার করে আসছে। অথচ সেই ভাষা ব্যবহারকারী মানুষদের সমাজ অপাংক্তেয় করে রেখেছে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে