ঢাকাঃ বিদেশি ঋণ নিয়ে আমাদের কোনো ভয় নেই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে বিদেশি ঋণে সতর্কতা অবলম্বন করতে হবে বলে তাগিদ দেন তিনি।
রোববার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে ‘সুশাসন নিশ্চিতকরণে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, পাকিস্তান আমলে আমরা ঋণের অংশীদার ছিলাম। স্বাধীনতার পরেও দেশের উন্নয়নে ঋণ নেওয়া হচ্ছে। বিদেশি ঋণ দেশের উন্নয়নে কেন্দ্রীয়ভাবে ভূমিকা পালন করছে। তবে বিদেশি ঋণে সতর্কতা অবলম্বন করতে হবে।
মন্ত্রী বলেন, বিদেশি ঋণ নিয়ে কোনো ভয় নেই। যেকোনো দেশের অর্থনীতির জন্য ঋণ নিতে হয়। তবে তা জেনে বুঝে শুনে নিতে হবে। অনেকে ভয় দেখায়। যা ঠিক নয়। বিদেশি ঋণের কোনো বিকল্প নেই।
ফিজিবিলিটি স্টাডিজ ছাড়া প্রকল্প নেওয়া হয় না উল্লেখ করে মন্ত্রী বলেন, ঋণ নেওয়ার ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া করেই নেওয়া হয়। তারপরও অনেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে। আর এসব থাকবেই। তবে প্লানিং কমিশন এখন অনেক শক্তিশালী। ভালোভাবে কাজ করে যাচ্ছে।
সেমিনারে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, অভ্যন্তরীন সম্পদ বিভাগ (ইআরডি) সচিব শরীফ খান, পরিকল্পনা সচিব মামুন আল রশীদ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সচিব আবুহেনা মোরশেদ জামান।
এমবুইউ