Dr. Neem on Daraz
Victory Day

ইসির সংলাপ শুরু, বৈঠকে ববি হাজ্জাজের এনডিএম


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৭, ২০২২, ১২:২৫ পিএম
ইসির সংলাপ শুরু, বৈঠকে ববি হাজ্জাজের এনডিএম

ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রোববার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে বৈঠকের মধ্যদিয়ে সংলাপ শুরু হয়। ধারাবাহিকভাবে অন্যান্য দলের সঙ্গে ৩১ জুলাই পর্যন্ত সংলাপ চলবে।

এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন। এনডিএম ছাড়া আরও তিনটি দলের সঙ্গে আজ সংলাপ করবে ইসি।

অবশ্য প্রথম দিনে আমন্ত্রণ পাওয়া চারদলের মধ্যে বিএনপি জোটের শরিক বাংলাদেশ মুসলিম লীগ এই সংলাপে অংশ নিচ্ছে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে।

দলটির নেতারা বলছেন, জোটের প্রধান দল বিএনপি যেহেতু যাচ্ছে না তাই জোটের স্বার্থে তারাও ইসির সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইসির তথ্য অনুযায়ী, রোববার সকালে গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে প্রথম সংলাপ হচ্ছে। এরপর দুপুর ও বিকেলে বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে। প্রতিদিন সর্বোচ্চ চারটি দলের সঙ্গে সংলাপে বসবে ইসি।

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ছাড়া অন্য দলগুলোর জন্য এক ঘণ্টা করে সময় নির্ধারণ করা হয়েছে। ওই তিন দলের জন্য সময় রাখা হয়েছে দুই ঘণ্টা করে। বিএনপির সঙ্গে ২০ জুলাই সংলাপে বসার তারিখ নির্ধারণ করা হয়েছে। আর সবার শেষে ৩১ জুলাই আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে ইসির এ কার্যক্রম শেষ হবে।

এর আগে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন। সংলাপে যেসব সুপারিশ এসেছিল, সেগুলো বই আকারে প্রকাশ করেই নিজেদের দায়িত্ব শেষ করেছিল ইসি। এসব সুপারিশ বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

এবার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বলছে, সংলাপে আসা পরামর্শগুলো পর্যালোচনা করে তারা নির্বাচনের পথনকশা চূড়ান্ত করবে। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মাথায় অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, সম্পাদক, নির্বাচন বিশেষজ্ঞ, নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ করেছে তারা।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে