Dr. Neem on Daraz
Victory Day

শিক্ষাপ্রতিষ্ঠানেও পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করা হবে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৫, ২০২২, ০৮:৫৭ এএম
শিক্ষাপ্রতিষ্ঠানেও পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করা হবে

ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন করবেন। পদ্মা সেতুর উদ্বোধনী উৎসবের সঙ্গে সাজবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এই উৎসব শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে যাবে। সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ অনুষ্ঠান উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি থেকে বৃহস্পতিবার (২৩ জুন) এ-সংক্রান্ত নির্দেশনা সব আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, জেলা-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্কুল-কলেজের প্রধানদের পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল ১০টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রথমে সুধী সমাবেশে অংশ নেবেন। এরপর টোল দিয়ে সেতুতে উঠে সেখানে থাকা উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। পরে গাড়িতে করে সেতু পার হয়ে জাজিরায় আরেকটি ফলক উন্মোচন করবেন। বিকেলে মাদারীপুরের শিবচরে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

রোববার ভোর ৬টা থেকে নির্ধারিত টোল দিয়ে পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু হবে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে