Dr. Neem on Daraz
Victory Day

কোনো দেশের সঙ্গেই বৈরিতা নয়, রাষ্ট্রদূতদের প্রধানমন্ত্রী


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ১০:৩২ এএম
কোনো দেশের সঙ্গেই বৈরিতা নয়, রাষ্ট্রদূতদের প্রধানমন্ত্রী

ঢাকা: কারো সাথে বৈরিতা না করে, বন্ধুত্বের মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতি পরিচালনার জন্য মধ্যপ্রাচ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 স্থানীয় সোমবার (১৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মধ্যপ্রাচ্যের ৯ দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রদূত সম্মেলনে এ নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।

এসময় প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে সবাইকে পেশাদারিত্বের সাথে কাজ করারো আহ্বান জানান শেখ হাসিনা।
তিনদিনের সফরের দ্বিতীয় দিন রাতে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেল সাংগ্রিলায় এই বৈঠক হয়।

২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত রাষ্ট্রদূত সম্মেলনের পর, এই দফায় আবার মধ্যপ্রাচ্যের কূটনীতিকরা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন।

এর আগে, সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রের আইসিসি হলে ‘আবুধাবি সাসটেইনেবিলিটি সপ্তাহ ২০২০’ আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। পরে শেখ হাসিনাসহ অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিয়ে ‘জায়েদ সাসটেইনাবিলিটি পুরস্কার’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুবরাজ।

আজ সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের স্থপতি ও প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারাক আল কেতবির সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।

আগামী নিউজ/এমআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে