Dr. Neem on Daraz
Victory Day

৩ বছরে সাড়ে চার হাজারেরও বেশি ভিসা দিয়েছে রোমানিয়া


আগামী নিউজ | আগামী নিউজ প্রতিবেদক প্রকাশিত: মে ১০, ২০২২, ০৯:৪৫ এএম
৩ বছরে সাড়ে চার হাজারেরও বেশি ভিসা দিয়েছে রোমানিয়া

ঢাকাঃ ইউরোপের দেশ রোমানিয়া গত চার মা‌সে বাংলা‌দে‌শি‌দের জন‌্য এক হাজার ১৮০টি ভিসা ইস‌্যু ক‌রে‌ছে। আর গত তিন বছ‌রে মোট ভিসা ইস‌্যু ক‌রে‌ছে চার হাজার ৬২৯‌টি।

সোমবার (৯ মে) এক বার্তায় এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন জানান, দি‌ল্লির রোমা‌নিয়া দূতাবাস ২০২০ সা‌লে বাংলা‌দে‌শি‌দের জন‌্য ৫৮০‌টি ভিসা ইস‌্যু ক‌রে‌। গত বছর ভিসা ইস‌্যু ক‌রে‌ছে ২ হাজার ৮৬৯‌টি। আর এ বছ‌রের এপ্রিলের ১৬ তা‌রিখ পর্যন্ত ইস‌্যু ক‌রে‌ছে এক হাজার ১৮০‌টি।

মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকে বৈধ কাজের ভিসা নিয়েও বেশ কিছু সংখ্যক বাংলাদেশি রোমানিয়া যাচ্ছেন ব‌লেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

বর্তমা‌নে রোমা‌নিয়ার এক‌টি কনস্যুলার প্রতি‌নি‌ধিদল ঢাকা থে‌কে ভিসা কার্যক্রম প‌রিচালনা কর‌ছে। গত মা‌সের মাঝামা‌ঝি থে‌কে তারা ভিসা কার্যক্রম শুরু ক‌রে‌ছে।

গত বছ‌রের অক্টোবরে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কুর স‌ঙ্গে বৈঠ‌কের প‌রি‌প্রেক্ষি‌তে বাংলা‌দে‌শিদের নেওয়ার কার্যকর উদ্যোগের জন্য রোমা‌নিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন ড. মো‌মেন।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছিলেন, বাংলাদেশিদের পাঁচ হাজার ভিসা দেবে রোমানিয়া। এ লক্ষ্যে মার্চ মাসে ছয় সদস্যের একটি কনস্যুলার টিম বাংলাদেশে আসবে বলেও জানান তিনি।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে