Dr. Neem on Daraz
Victory Day

ঢাকায় একদিনে দেওয়া হলো সাড়ে ৪ হাজার ভারতীয় ভিসা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১, ২০২২, ০১:১৪ পিএম
ঢাকায় একদিনে দেওয়া হলো সাড়ে ৪ হাজার ভারতীয় ভিসা

ঢাকাঃ ঈদের ছুটিতে বিদেশ ভ্রমণে যাচ্ছেন প্রচুর বাংলাদেশি। তাদের বড় একটি অংশ যাচ্ছেন ভারতে। ভারতে যেতে লাখো ভিসার আবেদন জমা পড়েছে। এ চাপ সামলাতে ছুটির দিনেও ভিসা সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশে ভারতের হাইকমিশন।

রোববার (১ মে) ঢাকায় দেশটির হাইকমিশন সূত্রে জানা গেছে, ঈদের আগে ভারতীয় ভিসাপ্রত্যাশীদের সুবিধার্থে শনিবার (৩০ এপ্রিল) ছুটির দিনেও হাইকমিশনের ভিসা সেন্টার কার্যক্রম চালু রেখেছে। এদিন শুধু ঢাকা থেকেই প্রায় সাড়ে চার হাজার ভারতীয় ভিসা দেওয়া হয়েছে।

হাইক‌মিশন জানায়, ঈদের আগে ভারতীয় ভিসা প্রত্যাশীদের সুবিধার্থে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ছুটির দিনও ভারতের হাইকমিশন শুধুমাত্র ঢাকাতেই সা‌ড়ে চার হাজার ভিসা ইস্যু করেছে।

এদিন ভিসা ডেলিভারির সুবিধার্থে বাংলাদেশের সবগুলো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু ছিল।

জানা যায়, ভিসা প্রত্যাশীদের সুবিধার্থে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো (আইভিএসি) খোলা রাখা হ‌য়ে‌ছে। তবে ঈদের জন্য আগামী ২-৩ মে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে