Dr. Neem on Daraz
Victory Day

শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৪:৩৭ পিএম
শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

ঢাকাঃ আগামীকাল ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। এই দিনে বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের। প্রতি বছরের মতো দিনটি স্মরণীয় করে রাখতে এবারও নানা রঙে সেজেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বর্ণিল সাজে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এখন পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। 

ইতোমধ্যেই স্মৃতিসৌধ ধুয়ে-মুছে লাল-সাদা রঙের তুলিতে সাজানো হয়েছে সৌধের চারপাশ। পাশাপাশি বিভিন্ন স্থানে লাল টবে শোভা পাচ্ছে বাহারি ফুলগাছ। সেই সঙ্গে লেকের পানিতেও নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা।

সৌধের মূল মিনার থেকে শহীদ বেদি, প্রধান ফটক থেকে মুক্ত মঞ্চ, এমনকি পায়ে চলার পথ- সবই ধুয়ে-মুছে বর্ণিল সাজে সাজিয়েছে গণপূর্ত বিভাগ। নরম ঘাস আর বাহারি ফুল শোভা পাচ্ছে সৌধ এলাকায়। সেই সঙ্গে সৌধ এলাকায় জোরদার করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনে যেন প্রস্তুতিরও কোনো কমতি রাখেনি সাভার গণপূর্ত বিভাগ। তাইতো লাল-সবুজের আলোক বাতিতে ছেয়ে গেছে সৌধের চারপাশ। রাত হলেই এসব রঙিন আলোকসজ্জায় আলোকিত হয়ে স্মৃতিসৌধের সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ।

এদিকে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে মেতেছে সাভার ও ধামরাইবাসী। স্মৃতিসৌধ, মহাসড়ক, থানা, উপজেলা চত্বরসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে লাল-সবুজের রঙিন আলোয় সাজানোর ফলে আলোকসজ্জা দেখতে তাই রাত হলেই পরিবারসহ বের হচ্ছেন অনেকে।

অন্যদিকে, জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সৌধ এলাকায় নিরাপত্তা চৌকি, পর্যবেক্ষণ টাওয়ার বসানোর পাশাপাশি নিরাপত্তার জন্য আগের চেয়ে ফোর্স আরও বাড়ানো হয়েছে। সিসিটিভির পাশাপাশি সাদা পোশাকে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানিয়েছেন, যাদের তাজা রক্তে পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতা এসেছে, সেসব বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ফুল আর রং-তুলির আঁচড়ে সেজেছে সৌধ প্রাঙ্গণ।

এদিকে, ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, প্রতি বছরই ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের জন্য কয়েক স্তরের নিরাপত্তা থাকে। এবারও এর কোনো কমতি নেই।

পুলিশ সুপার জানান, এবার বিদেশি রাষ্ট্রপ্রধানরা শ্রদ্ধা জানাবেন জাতীয় স্মৃতিসৌধে। তাই নিরাপত্তার জন্য কয়েক স্তরের বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি সৌধ প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে সার্বক্ষণিক নজরদারি চলছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে