Dr. Neem on Daraz
Victory Day

আবুধাবি থেকেই গুরুত্বপূর্ণ ই-ফাইল অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৮:৫৪ এএম
আবুধাবি থেকেই গুরুত্বপূর্ণ ই-ফাইল অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবিতে অবস্থানকালে সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ নথি অনুমোদন করেছেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও তাঁর প্রেস সচিব ইহসানুল করিম এ খবর জানিয়েছেন। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে আবুধাবিতে বসেই সরকারের কিছু গুরুত্বপূর্ণ ই-ফাইল ক্লিয়ার করেছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে সোমবার আবুধাবি গেছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১৩০১) একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর।

সফর শেষে আগামী শনিবার (১২ মার্চ) দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে