Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশে ঢুকতে লাগবে না করোনা টেস্ট


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ১০:৩৯ এএম
বাংলাদেশে ঢুকতে লাগবে না করোনা টেস্ট

ঢাকাঃ করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে আরটি-পিসিআর রিপোর্ট প্রদর্শনের বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার। টিকার প্রথম বা দ্বিতীয় ডোজ নেওয়া থাকলেই যাত্রীরা দেশে প্রবেশ করতে পারবেন।

আর যাদের পূর্ণাঙ্গ টিকা নেওয়ার সনদ থাকবে না তাদের যাত্রার ৭২ ঘণ্টা আগে নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে।

মঙ্গলবার (৮ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মেম্বার (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে আরও বলা হয়, টিকা নেওয়া বা না নেওয়া কোনো যাত্রীর মধ্যে যদি করোনার লক্ষণ বা উপসর্গ দেখা যায় তাহলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করাবে। টেস্টে করোনা পজিটিভ আসলে তাকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে সাতদিন আইসোলেশনে থাকতে হবে।

১২ বছরের নিচে শিশুদের কোনো করোনা পরীক্ষা করাতে হবে না। তবে তাদের স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য নির্দেশনাগুলো মানতে হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে বেবিচকের সর্বশেষ সার্কুলারে আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক ছিল। বেবিচকের সেই সার্কুলারে বাংলাদেশে প্রবেশ করা যেকোনো যাত্রীকে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে বলা হয়েছিল।

এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে