Dr. Neem on Daraz
Victory Day

বিআরটিএ কর্মকর্তাদের বদলিতে তদবির নয়: ওবায়দুল কাদের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৩:০৯ পিএম
বিআরটিএ কর্মকর্তাদের বদলিতে তদবির নয়: ওবায়দুল কাদের

ফাইল ছবি

ঢাকাঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিএ) কোনও কর্মকর্তার জরুরি বদলি প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে। এ নিয়ে রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।’

সোমবার (৭ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সড়কে শৃঙ্খলা না এলে যতই উন্নয়ন হোক তাতে কোনো লাভ হবে না। তাই যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

এসময় তিনি  বিআরটিএ থেকে যে কোনো মূল্যে দালালদের দৌরাত্ম  দূর করতে এবংনির্দেশ দেন। এছাড়া আগামী ৪ মাসের মধ্যে অপেক্ষমান গ্রাহকদের লাইসেন্স দেওয়া শেষ করতেও সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন তিনি।

এসময় বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে