Dr. Neem on Daraz
Victory Day

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত আজ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ১০:৫৩ এএম
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত আজ

ফাইল ছবি

ঢাকাঃ দেশে করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় সবাই যখন চিন্তিত, ঠিক তখনই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) বিতরণ কম্পানিগুলোর প্রস্তাব বিষয়ে বৈঠক করার পর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সিদ্ধান্ত জানাবে।

বিইআরসি সূত্র জানিয়েছে, তাদের প্রস্তাব আমলে নিয়ে আদৌ দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হবে কি না সে বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে মাত্র কিছুদিন আগে জ্বালানি তেলের দাম বাড়ানোয় গণপরিবহনের ভাড়াসহ সব ধরনের পণ্যের মূল্য বেড়ে গেছে।

এখন আবার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে মানুষের জীবনে বাড়তি চাপ পড়বে। যে কারণে সরকার বিষয়টি নিয়ে চিন্তা করছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

বিইআরসির আইন অনুযায়ী, কমিশন প্রস্তাবগুলো আমলে নিলে গণশুনানিতে দাম নির্ধারিত হবে। গণশুনানিতে আবেদনকারী কোম্পানিগুলো দাম বাড়ানোর যৌক্তিকতা প্রমাণ করলে কমিশন ৯০ কার্যদিবসের মধ্যে নতুন দাম নির্ধারণ করবে।

গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাব অনুসারে আবাসিক ভবনে দুই চুলার মাসিক বিল বর্তমান ৯৭৫ টাকার বদলে দুই হাজার ১০০ টাকা হবে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে