ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে করোনাভাইরাসের টিকা গ্রহণকারী ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর)। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম পরিচালনা করে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশেষ এ টিকাদান কর্মসূচির আওতায় দুই দিনে ৮২ লাখের বেশি মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়। ওই দুই দিনে প্রথম ডোজ পাওয়া ব্যক্তিদের বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
এ টিকাদান কর্মসূচি চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ বলছে, প্রয়োজন হলে বিকেল ৩টার পরও সময় বাড়িয়ে এ কর্মসূচি চালানো হবে।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক লাইভে এসে অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক এ বিষয়ে বিস্তারিত অবহিত করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সারাদেশে গণটিকাদান কর্মসূচির প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল।
আগামীনিউজ/নাসির