Dr. Neem on Daraz
Victory Day

স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক ভাবে করোনার টিকা দেওয়া শুরু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০১:৪৩ পিএম
স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক ভাবে করোনার টিকা দেওয়া শুরু

ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জ: মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজে পরীক্ষামূলকভাবে ১২০ শিক্ষার্থীকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মেডিকেল কলেজ হলরুমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কমর্সূচির উদ্বোধন করেন।

সিভিল সার্জন কার্যালয় জানায়, শিক্ষার্থীদের বয়স নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৭ বছরের মধ্যে। জেলা শহ‌রের সরকারি এস কে বা‌লিকা বিদ্যাল‌য়ের ৫০ শিক্ষার্থী‌, সরকারি বালক উচ্চ বিদ্যাল‌য়ের ৫০ শিক্ষার্থী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী ও গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীসহ মোট ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রয়োগ করা হবে।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে