Dr. Neem on Daraz
Victory Day

কাবুল থেকে শিগগিরই ফিরছেন আটকে পড়া ১২ বাংলাদেশি : পররাষ্ট্রমন্ত্রী


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ১১:০২ পিএম
কাবুল থেকে শিগগিরই ফিরছেন আটকে পড়া ১২ বাংলাদেশি : পররাষ্ট্রমন্ত্রী

কাবুল বিমানবন্দর। ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ আফগানিস্তানে আটকে পড়া ১২ বাংলাদেশি নাগরিক খুব শিগগিরই ভাড়া করা বিমানযোগে বাংলাদেশে ফিরবেন। একই সঙ্গে ১৬০ জন আফগান ছাত্রীও তাদের সঙ্গে ফিরবেন।

শনিবার (২৮ আগস্ট) রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ সব তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আফগা‌নিস্তা‌নে আটকে পড়া ১২ বাংলা‌দে‌শি ও ১৬০ জন আফগান ছাত্রী কাবুল বিমানবন্দ‌রের মা‌র্কিন ঘাঁ‌টি‌তে পৌঁ‌ছে‌ছেন। শিগ‌গিরই তারা ভাড়া করা বিমা‌নে বাংলা‌দে‌শে পৌঁছাবেন। 
 
এর আগে আটকে পড়া বাংলাদেশিসহ ওই আফগান ছাত্রীরা বারবার চেষ্টা করেও তালেবান ও মার্কিন সেনাবাহিনীর অনুমতি না পাওয়ায় কাবুল বিমানবন্দরের ভেতরে ঢুকতে পারছিলেন না। পরে বাধ্য হয়ে তারা বিমানবন্দরের বাইরে প্রবল উৎকণ্ঠার মাঝে সময় পার করেন।

আটকে পড়া ওই ১৬০ আফগান ছাত্রী বাংলাদেশের চট্টগ্রামের এশিয়ান ইউ‌নিভা‌র্সি‌টি ফর উই‌মে‌ন্সের শিক্ষার্থী। করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলে তারা নিজের দেশে যান। এখন বিশ্ববিদ্যালয় খোলার উদ্যোগ নেওয়া হলে তারা ফিরে আসতে বাধার সম্মুখীন হন।
 
আটকে পড়া ওই ১৬০ আফগান ছাত্রী বাংলাদেশের চট্টগ্রামের এশিয়ান ইউ‌নিভা‌র্সি‌টি ফর উই‌মে‌ন্সের শিক্ষার্থী। করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলে তারা নিজের দেশে যান। এখন বিশ্ববিদ্যালয় খোলার উদ্যোগ নেওয়া হলে তারা ফিরে আসতে বাধার সম্মুখীন হন।

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় মার্কিন সেনাসহ শতাধিক নিহতের ঘটনা ঘটে। এছাড়া তালেবান দেশটির ক্ষমতায় যাওয়ার পর যুক্তরাষ্ট্রসহ বিদেশি রাষ্ট্রগুলো তাদের দেশের নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিচ্ছে। এছাড়া অনেক আফগান নাগরিকও দেশত্যাগ করছেন।     

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে