Dr. Neem on Daraz
Victory Day

আফগানদের আশ্রয় দেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৯:২৪ এএম
আফগানদের আশ্রয় দেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান

ফাইল ছবি

ঢাকাঃ কিছু সংখ্যক আফগানদের আশ্রয় দেয়ার মার্কিন প্রস্তাবে সাড়া দেয়নি বাংলাদেশ। এর আগে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় এ প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করে বাংলাদেশ।

সোমবার রাতে গণমাধ্যমকে এসব জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সাময়িকভাবে বাংলাদেশে আফগান শরণার্থীদের আশ্রয় দেয়ার অনুরোধ করেছে। তবে আমরা জানিয়েছি যে, বাংলাদেশ এখন ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তাই আর শরণার্থীদের আশ্রয় দেয়া সম্ভব নয়।

মন্ত্রী বলেন, প্রথমে ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে বাংলাদেশে আশ্রয় দেয়ার অনুরোধ জানায়। তারা বলে বাংলাদেশসহ কিছু বন্ধু দেশকে এ অনুরোধ জানিয়েছে। এরপর আমরা জানতে চেয়েছিলাম কোন কোন দেশকে তারা এ অনুরোধ জানিয়েছে। কিন্তু এ বিষয়ে তারা সদুত্তর দিতে পারেনি।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, এমনিতেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সমস্যায় আছে বাংলাদেশ। নতুন করে কোনো দেশের লোকজনকে আশ্রয় দেয়ার সুযোগ এখন বাংলাদেশের নেই।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে