Dr. Neem on Daraz
Victory Day

অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা আসছে শনিবার


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০২:০৪ পিএম
অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা আসছে শনিবার

ফাইল ফটো

ঢাকাঃ করোনাভাইরাস প্রতিরোধী টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের দেওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ডোজ টিকা দেশে আসছে শনিবার। 

শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিঠির বরাতে আমরা জানতে পেরেছি জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ডোজ টিকা শনিবার দেশে আসবে। তবে কখন কোন ফ্লাইটে টিকাগুলো আসবে, এটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোবেদ আমিন বলেন, যাদের আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে, তারা এ টিকার দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে। আশা করছি শিগগিরই আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারব।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে