Dr. Neem on Daraz
Victory Day

কেন ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা?


আগামী নিউজ | ‍নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২১, ১০:৫৩ এএম
কেন ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা?

ঢাকাঃ নোয়াখালীর ভাসানচর ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গারা। আধুনিক সুযোগ-সুবিধা থাকার পরও গত এক মাসে ভাসানচর থেকে পালিয়েছে শতাধিক রোহিঙ্গা। কক্সবাজার থাকা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা, চিকিৎসা এবং সুযোগ-সুবিধার অজুহাতে ভাসানচর ছাড়ছেন তারা। কিন্তু এর নেপথ্যে রয়েছে দালাল সিন্ডিকেটের ইন্ধন।

ভাসানচরকেন্দ্রিক গড়ে ওঠা দালাল চক্রের ইন্ধনেই পালাচ্ছে রোহিঙ্গারা। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ‘ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় বেশ কিছু রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে তাদের ফের ভাসানচরে পাঠানো হয়েছে। রোহিঙ্গাদের পালানো ঠেকাতে চট্টগ্রাম ও নোয়াখালী জেলার কিছু থানাকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।’ ভাসানচরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) ক্যাম্প ইনচার্জ (সিআইসি) আতিক মামুন বলেন, ‘রোহিঙ্গারা কেন ভাসানচর ছেড়ে পালাচ্ছে তা খুঁন্ডেজ বের করার চেষ্টা করছি। রোহিঙ্গারা যাতে ভাসানচর ছেড়ে পালিয়ে না যায় সে বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করা হচ্ছে।’

সূত্র জানায়, ভাসানচরে সব সুবিধা থাকার পরও ভালো লাগছে না অনেক রোহিঙ্গার। অনেকে দালাল চক্রের মাধ্যমে প্ররোচিত হয়ে ছাড়ছে ভাসানচর। তাদের অভিযোগ, এখানে আসার আগে তাদের মাসিক ভাতা, কর্মসংস্থানের ব্যবস্থা, পর্যাপ্ত রেশন দেওয়ার কথা ছিল। কিন্তু তা পূরণ হয়নি। এসব কারণে তারা ভাসানচর ছেড়ে পালাচ্ছে। তাদের পালাতে সহায়তা  করতে গড়ে উঠেছে দালাল সিন্ডিকেট। এ সিন্ডিকেটে রোহিঙ্গা ছাড়াও রয়েছে স্থানীয় নৌকার মাঝি ও সরকারি-বেসরকারি সংস্থার কতিপয় লোকজন। তারা ১০ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের পালাতে সহায়তা করছে।  মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত ১ লাখ রোহিঙ্গার বসবাসের জন্য নোয়াখালীর ভাসানচরে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়।

এরই মধ্যে কক্সবাজার ক্যাম্প থেকে স্থানান্তর করা হয় সাড়ে ১৮ হাজার রোহিঙ্গাকে। গত কয়েক দিনে ভাসানচর থেকে পালানো ৩৯ জন রোহিঙ্গাকে আটক করেছে চট্টগ্রামের সন্দ্বীপ থানা পুলিশ।

সন্দ্বীপ থানার ওসি বশির আহমেদ বলেন, ‘দালালদের সহায়তা নিয়েই ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা। এরই মধ্যে বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে দুজনকে গ্রেফতারও করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’ মিরেরসরাইয়ের জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন বলেন, ‘আটক রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে থাকা আত্মীয় স্বজন ও চিকিৎসার জন্য ভাসানচর ছেড়ে পালানোর কথা বলেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।’

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে