Dr. Neem on Daraz
Victory Day

বৃষ্টিতে ভেঙে পড়ল প্রধানমন্ত্রীর উপহারের ঘর


আগামী নিউজ | ‍নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ১১:২৪ এএম
বৃষ্টিতে ভেঙে পড়ল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

ঢাকাঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের দুটি ঘর আড়াই ঘণ্টার বৃষ্টিতেই ভেঙে পড়েছে। গোপালগঞ্জের সদর উপজেলার মধুপুর গ্রামের ‘মধুপুর প্রকল্প’ এলাকায় মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। এ নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভেঙে পড়া একটি ঘরের মালিক মো. ইব্রাহীম জানান, ‘পেশাগত কাজে বাইরে থাকায় ঘটনার সময় তার স্ত্রী-সন্তানরা ঘরে ছিলেন না। কাজ থেকে ফিরে এসে দেখেন বারান্দাসহ ঘরের অনেকটা অংশ ভেঙে পড়েছে।’ ভুক্তভোগী আরেক বাসিন্দা মাহফুজা বলেন, ওইদিন বিকালের বৃষ্টিতে বালু সরে গিয়ে আমার ঘরেরও অনেকটা অংশ ভেঙে পড়েছে।

প্রকল্পের অনেক বাসিন্দা অভিযোগ করে বলেছেন, অন্য ঘরগুলোও নানা ঝুঁকিতে রয়েছে। ৫ মাস আগে তারা ঘরগুলো পেয়েছেন। এরইমধ্যে অনেক ঘরেরই দেয়াল ও মেঝে থেকে পলেস্তারা খসে পড়ছে। সামান্য বৃষ্টিতেই টিনের চালার বিভিন্ন স্থান দিয়ে পানি পড়ে বিছানাপত্র ভিজে যাচ্ছে। ঘরের ভিতরে পানি জমে, দরজা-জানালাও নড়বড়ে। তাই ঝড়-বাদলের এমন দিনে নানা শঙ্কা নিয়ে তারা সেখানে বসবাস করছেন। সরকারের বরাদ্দ করা ঘর ভাঙার খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে