Dr. Neem on Daraz
Victory Day
মৃত্যু ১১৫, শনাক্ত ৮৮২২

করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুন ৩০, ২০২১, ০৬:৩৪ পিএম
করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ  মৃত্যু

ফাইল ছবি

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় সর্বোচ্চ ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ১৪৫০৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৫১০৫ নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ৮৮২২ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়। পরীক্ষায় শনাক্তের হার ২৫.১৩। 

এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯,১৩,২৫৮ জন। এছাড়া, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪,৫৫০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮,১৬,২৫০ জন।

এর আগে দেশে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত সোমবারের আগের ২৪ ঘণ্টায়। ওই দিন ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ১১৯।

শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩০ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে মারা গেছেন ২৩ জন করে। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ১৭ জনের। বাকিরা অন্য বিভাগের।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে