Dr. Neem on Daraz
Victory Day

ব্যাংক খোলা থাকবে কি না সিদ্ধান্ত কাল


আগামী নিউজ | ‍নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০২১, ০২:১৯ পিএম
ব্যাংক খোলা থাকবে কি না সিদ্ধান্ত কাল

ঢাকাঃ প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারাদেশে কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে সরকার। সোমবার থেকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হবে বলে ইতোমধ্যে জানানো হয়েছে। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা।

তবে লকডাউনে ব্যাংক বন্ধ না কি খোলা থাকবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। যদিও গতকাল শুক্রবার জানা গিয়েছিল, আজ শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে আজ নয়, আগামীকাল রবিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

তবে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জুন ক্লোজিংয়ের কারণে জাতীয় রাজস্ব বোর্ডের কিছু বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

লকডাউন সংক্রান্ত সরকারের দেওয়া বক্তব্যে জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ থাকার কথা জানানো হয়েছে।

কিছু আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ব্যাংক খোলা থাকবে না কি বন্ধ থাকবে সে সিদ্ধান্ত আগামীকাল রবিবার ব্যাংকগুলোকে জানানো হবে। ‘লকডাউন’র বিষয়ে সরকারের প্রজ্ঞাপনের পরই আমরা বিস্তারিত জানাতে পারবো।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে