Dr. Neem on Daraz
Victory Day

আবার জুলাই থেকে গণটিকা শুরু : প্রধানমন্ত্রীর মুখ্যসচিব


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৭, ২০২১, ০৫:২৪ পিএম
আবার জুলাই থেকে গণটিকা শুরু : প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

ফাইল ছবি

ডেস্ক রিপোর্টঃ আবারো জুলাই মাস থেকে সবকিছু ঠিক থাকলে করোনাভাইরাসের গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ভ্যাকসিনের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পৃথিবীতে যারাই ভ্যাকসিন তৈরি করছে, সবার সঙ্গেই যোগাযোগ করছে বাংলাদেশ। এর মধ্যেও এখন পর্যন্ত সবচেয়ে কম দামে ভ্যাকসিন কেনা হয়েছে। শিগগিরই বড় আকারে ভ্যাকসিন মিলবে বলে আশা করা হচ্ছে।

লকডাউনের বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানান, সারাদেশে একসঙ্গে লকডাউন দেওয়ার সম্ভাবনা নেই। সংক্রমণ বাড়লে স্থানীয়ভাবে লকডাউন করা হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে