Dr. Neem on Daraz
Victory Day

চলমান লকডাউন বাড়ছে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২২, ২০২১, ০৫:২৯ পিএম
চলমান লকডাউন বাড়ছে

ডেস্ক রিপোর্টঃ ২৩ মে মধ্যরাত পর্যন্ত ঘোষিত চলমান লকডাউন বা কঠোর বিধিনিষেধ আরো সাতদিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

শনিবার (২১ মে) মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে  রোববার প্রজ্ঞাপন জারি করা হতে পারে। 

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সারাদেশে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে ‘কঠোর লকডাউন’ চলছে।  চার দফা লকডাউনের মেয়াদ আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত থাকবে। 

চলমান এ লকডাউনে বন্ধ করে দেয়া হয় বাস সার্ভিস, লঞ্চ, বিমান ও রেল যোগাযোগ। তবে পরবর্তীতে অর্ধেক আসন খালি রেখে সিটি কর্পোরেশন এলাকায় বাস ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করা হয়, যা এখনো চলমান রয়েছে। এছাড়া কয়েকটি আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চালু করা হয়েছে। 

তবে লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

ভারতের করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদও আরো আট দিন বাড়িয়েছে বাংলাদেশ সরকার। দেশটির সঙ্গে স্থল সীমান্ত দিয়ে যাত্রীদের চলাফেরা নিষেধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে