Dr. Neem on Daraz
Victory Day

এবার উভয়মুখী যাত্রীর চাপ শিমুলিয়া ঘাটে


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২১, ০১:৩২ পিএম
এবার উভয়মুখী যাত্রীর চাপ শিমুলিয়া ঘাটে

ঢাকা: রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের অনেক মানুষ। অপরদিকে ঈদের আগে বাড়ি ফিরতে না পাড়া অনেক যাত্রী ঈদের পরদিন শনিবার ফিরছে বাড়িতে।

এতে পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীদের উভয়মুখী চাপ বেড়েছে। ভোর থেকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা যাত্রীদের ফেরিযোগে দক্ষিণবঙ্গে যেতে দেখা যায়।

তবে সকাল ৯টা থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে এ নৌরুটে। বেলা বাড়ার সাথে সাথে এ চাপ বাড়ছে।

এদিকে, যাত্রীর পাশাপাশি শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৪ শতাধিক ছোটবড় যানবাহন। এসব যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।

এ বিষয়ে শিমুলিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান গণমাধ্যমকে বলেন, সকাল থেকে উভয়মুখী চাপ রয়েছে। কয়েকটি ফেরিতে শুধুমাত্র যাত্রী পার করা হয়েছে। নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি চালু রয়েছে। ঘাট এলাকায় ৪ শতাধিক ছোট বড় যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। সব যাত্রী ও যানবাহনকে পর্যায়ক্রমে পার করা হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে