ঢাকাঃ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চারটি দেশের অনানুষ্ঠানিক নিরাপত্তা সংলাপে (কোয়াড) গেলে ঢাকা-বেইজিং সম্পর্ক খারাপ হতে পারে, চীনের রাষ্ট্রদূতের এমন মন্তব্যে অবাক হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বলেছে, ঢাকা এখন পর্যন্ত কোয়াডে যোগ দেওয়ার আগ্রহ দেখায়নী। বাংলাদেশ-চীনের মধ্যে বোঝাপড়া ভালো, তাই এমন মন্তব্য কোন পরিপ্রেক্ষিতে করা হলো, তা বাংলাদেশ জানতে চায়।
গতকাল (মঙ্গলবার) সরকারের একটি সূত্র জানায়, আজ (বুধবার) যে কোন সময়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এ নিয়ে কথা বলতে পারেন।
চীনের রাষ্ট্রদূত লি জিমিং গত সোমবার ঢাকায় কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছিলেন, বাংলাদেশ কোয়াডে যোগ দিলে দুই দেশের সম্পর্ক খারাপ হবে।
অবশ্য চীনের রাষ্ট্রদূতের বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট হয়নি। যদিও গতকাল সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের কাছে বাংলাদেশের ওষুধসহ জরুরি চিকিৎসাসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন চীনের রাষ্ট্রদূতের বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা কী করি না করি, সেটা সব সময় মিডিয়াকে বলি না। উই হ্যাভ ডিফারেন্ট ওয়ে অব ডুয়িং থিঙ্কস। আমরা জানি, আমরা কী করব। সবকিছু বলে দিলে তো মহামুশকিল।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোয়াড থেকে এখনো বাংলাদেশকে যোগ দিতে কোনো অনুরোধ জানানো হয়নি। তাই চীনের রাষ্ট্রদূতের মন্তব্যকে আগ বাড়িয়ে বলা হিসেবে দেখছে বাংলাদেশ। তিনি বলেন, ‘এমনিতে চীন কখনো অন্যের বিষয়ে নাক গলায় না। আর এ রকম অ্যাগ্রেসিভ কখনো কাউকে বলতে শুনিনি। চীনের কাছ থেকে আমরা এ ব্যবহার আশা করিনি।’