Dr. Neem on Daraz
Victory Day

কৃষককে ন্যায্য মূল্য দিতে ধান ২৭ টাকায় কেনা হচ্ছে


আগামী নিউজ | একে সাজু, নওগাঁ জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৪:২৮ পিএম

নওগাঁ :  খাদ্যমন্ত্রী  সাধন চন্দ্র  মজুমদার বলেছেন, কৃষককে ন্যায্য মূল্যে দিতেই সরকার ২৭ টাকা কেজি দরে সাড়ে ৬ লাখ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজিদরে ১০ লাখ টন সিদ্ধ চাল ও ৩৯ টাকা দরে দেড় লাখ মেট্রিকটন আতপ চালের দাম নির্ধারন করে দিয়েছে।  মন্ত্রী বলেন যদি কৃষকেরা নায্যমূল্যে থেকে বঞ্জিত হয় তাহলে আমরা বরান্দ বাড়াবো। তবে আগে আমাদের কাংখিত লক্ষ্যে পোঁছাতে হবে। কোন ক্রমেই এটাকে গাফলতি করা যাবে না। 

তিনি বুধবার (২৮ এপ্রিল)  দুপুরে নওগাঁ, বগুড়া, দিনাজপুর, নেত্রকোনাসহ ৯টি জেলায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বোরো ধান ক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় খাদ্য বিভাগের কর্মকর্তাদের উদ্যোশে মন্ত্রী বলেন, কৃষক ও মিল মালিকদের সাথে ভালো ব্যবহার করে দেশের খাদ্য মজুদ গড়ে তুলতে হবে। এছাড়াও কোন কৃষক যাতে গুদামে ধান দিতে এসে হয়রানির শিকার না হয়। তবে ধান-চালের কোয়ালিটির সাথে কোন আপস নেই। এসময়  ভিডিও  কনফারেন্সে  বক্তব্য  রাখেন-খাদ্য  মন্ত্রনালয়ের সচিব   ডা.   নাজমা আরা   খানমসহ  খাদ্য   মন্ত্রনালয়ের কর্মকর্তারা-স্ব স্ব জেলার প্রশাসক ও স্থানীয় কৃষকরা বক্তব্য রাখেন।

আগামীনিউজ/নাহিদ
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে