Dr. Neem on Daraz
Victory Day

২৮ এপ্রিলের পর লকডাউন নয়: জনপ্রশাসন প্রতিমন্ত্রী


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১, ০৫:৩৮ পিএম
২৮ এপ্রিলের পর লকডাউন নয়: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ফাইল ফটো

ঢাকাঃ সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৮ এপ্রিল শেষ হতে যাচ্ছে করোনা মোকাবিলার জন্য ঘোষিত সর্বাত্মক লকডাউন। এদিন পর থেকে আর কঠোর লকডাউন দেয়া হবে না। তবে নো মাস্ক নো সার্ভিস নিশ্চিত করা হবে।

শুক্রবার বিকেলে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন,  আগামী ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করা হবে। কিন্তু নো মাস্ক নো সার্ভিস- এটা শতভাগ বাস্তবায়ন করা হবে। মানুষকে মাস্ক পরার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।  কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানলেই আমরা জীবন ও জীবিকা দুটোই চালাতে পারব। এ কয়দিনে সংক্রমণ অনেকটাই কমে যাবে।

তিনি আরো বলেন, গণপরিবহন চালুর বিষয়টি সিদ্ধান্তের পর্যায়ে আছে। চালু হলেও  শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। 

প্রতিমন্ত্রী বলেন, জীবনযাত্রার বিষয়ে দিক-নির্দেশনার দিয়ে আগামী ২৮ এপ্রিল একটা প্রজ্ঞাপন জারি করা হবে। সেখানে অফিসের জনবলের বিষয়টি উল্লেখ থাকবে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে