Dr. Neem on Daraz
Victory Day

হরতালে গণপরিবহন চলবে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৭, ২০২১, ০৭:০২ পিএম
হরতালে গণপরিবহন চলবে

ছবি: সংগৃহীত

ঢাকা : বায়তুল মোকাররম ও হাটহাজারীতে মুসল্লিদের ওপর পুলিশ ও সরকার সমর্থকদের হামলার প্রতিবাদে আগামীকাল রবিবার হেফাজতে ইসলাম সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। তবে এই হরতালের দিনে সারা দেশের সব সড়কে বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

আজ শনিবার বিকেলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 'আগামীকাল রোববার সারা দেশের সব সড়কে স্বাভাবিকভাবে বাস চলবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি।'

এনায়েত উল্যাহ আরও বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভিভিআইপিদের চলাচলের জন্য রাজধানীর কোনো কোনো সড়কে বাস চলাচল বন্ধ ছিল। কাল হেফাজতে ইসলাম হরতালের ডাক দিয়েছে। সেজন্য আমরা আজ বাস মালিক সমিতির নেতারা বৈঠকে বসেছিলাম। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল থেকে সারা দেশে স্বাভাবিকভাবে বাস চলাচল করবে।'

বৈঠকে উপস্থিত নেতাদের সিদ্ধান্তের বরাত দিয়ে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, 'সভায় পরিবহন ব্যবসায়ীরা একমত হয়েছেন, হরতালে গাড়ির চাকা বন্ধ রাখা হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। এভাবে হরতাল ডেকে জনদুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা সমর্থনযোগ্য নয়। সেজন্য নেতারা কাল থেকে বাস চালানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।’

আজ দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত সভায় ফুলবাড়ীয়া বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

পরে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিও গণমাধ্যমে পাঠানো হয়। 

আগামীনিউজ/ সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে